আওয়ামী লীগের সংগঠনিক কার্যক্রম জোরদারে শেখ হাসিনার নির্দেশনা
আওয়ামী লীগের সাংগঠনিক নির্দেশনা জোরদার করতে সংগঠনের সকল স্তরে চার দফা নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্দেশনার গুলোর মধ্যে মেয়াদোর্ত্তীণ সাংগঠনিক জেলাগুলোতে সম্মেলন অনুষ্ঠানসহ তিন দফা নির্দেশনা দেয়া হয়েছে।
এরই মধ্যে আওয়ামী লীগের দপ্তর থেকে জেলা-মহানগর-উপজেলা-থানা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক জোনগুলোকে দলীয় সভাপতির এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে: সারাদেশে ‘সদস্য সংগ্রহ অভিযান’ জোরদার করা। এলক্ষ্যে সাংগঠনিক জেলা গুলোকে কেন্দ্রীয় দপ্তর বিভাগ থেকে পহেলা মার্চের মধ্যে সদস্য সংগ্রহ বহি এবং ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এরপাশাপাশি, যেসকল জেলাগুলোতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেসকল জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। আর যেসকল সাংগঠনিক জেলাগুলোতে সম্মেলন অনুষ্ঠিত হয়নি, সেগুলো দায়িত্ব প্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে যোগাযোগ করে সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দলীয় সভাপতির তৃতীয় দফা নির্দেশনায় ৬ মার্চের মধ্যে মেয়াদোর্ত্তীণ সাংগঠনিক উপজেলা-থানা-পৌর-ইউনিয়ন-ওয়ার্ড ও ইউনিটগুলো সম্মেলন সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, মুজিববর্ষ উদযাপনের জন্য কেন্দ্রের সঙ্গে মিল রেখে কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে।
জেলা-মহানগর-উপজেলা-থানা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক জেলা গুলোর সভাপতি-সাধারণ সম্পাদক-আহ্বায়ক এবং যুগ্ম-আহ্বায়ককে পাঠানো নির্দেশনা পত্রে আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে বলা হয়েছেন: গত ২০ ও ২১ ডিসেম্বর’১৯ বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি সারাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেছেন।
শেয়ার করুন:
No comments: