টমাটো ভর্তি ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার
সীমান্তবর্তী এলাকা থেকে টমাটো-বড়ই ভর্তি ট্রাকের মধ্যে ফেন্সিডিল পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারশ চল্লিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টমেটো ও বড়ই ভর্তি একটি ট্রাকের মধ্যে থেকে পাঁচটি প্লাস্টিকের ক্যারেট থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার মোঃ রুহুল আমিন, মোঃ রুবেল ও মোঃ হামিদুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, চক্রটি পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে টমাটো, বড়ইসহ নানা ধরনের ফল সরবরাহের পিছনে ফেন্সিডিল পাচার করে আসছিল। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
No comments: