কেউ যাতে ভোটাধিকার কেড়ে নিতে না পারে, আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নৌকা মার্কায় ভোট দিয়ে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার দুই সিটিতেই আওয়ামী লীগ প্রার্থীরা জয় পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজ সকালে ঢাকা দক্ষিণ সিটির কেন্দ্র, ঢাকা সিটি কলেজে ভোট দেন প্রধানমন্ত্রী। বেরিয়ে এসে কথা বলেন গণমাধ্যমের সাথে।
তিনি বলেন, কেউ যাতে ভোটাধিকার কেড়ে নিতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকাতে হবে। ইভিএম-এ চুরি করার সুযোগ নেই বলেই বিএনপি ডিজিটাল পদ্ধতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করা সম্পর্কে শেখ হাসিনা বলেন, যারা উদ্বিগ্ন তাদের দেশে কেমন নির্বাচন হয়, সেটি জানা আছে।
No comments: