ভারতে করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির সন্ধান
ভারতের কেরালায় করোনাভাইরাস আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার চীন ফেরত এক তরুণী কেরালায় করোনাভাইরাস আক্রান্ত বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তিরও চীনের সঙ্গে সম্পর্ক রয়েছে। গত ২৪ জানুয়ারি চীনের উহান থেকে দেশে ফিরেছে ওই শিক্ষার্থী। আপাতত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ওই ব্যক্তিকে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও ডাক্তারদের কড়া নজরে রয়েছেন তিনি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে কেরালায় এক হাজার ৭৯৩ জনকে তাদের বাড়িতেই নজরদারিতে রাখা হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন ৭০ জন। পুরো রাজ্যে চূড়ান্ত সতর্কতা জারি করেছে কেরালা সরকার।
করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই গত বৃহস্পতিবার কেরালায় প্রথম রোগীর সন্ধান মেলে। চীনের উহান প্রদেশ থেকে আসা এক শিক্ষার্থীর শরীরে খোঁজ মেলে এই ভাইরাসের। উহান বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে বর্তমানে আলাদা করে রাখা হয়েছে।
চীনে কার্যত মহামারীর আকার নিয়েছে করোনাভাইরাস। ইতোমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪ হাজারের বেশি মানুষ।
এমন পরিস্থিতিতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশ থেকে বিশেষ বিমানে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। শনিবারই ৩২৪ জন ভারতীয়কে নিয়ে চিনের উহান শহর থেকে দিল্লি পৌঁছায় এয়ার ইন্ডিয়ার বিশেষ জাম্বো বিমান B747। ওইদিন রাতে দ্বিতীয় বিমানে ফের ৩২৪ জন ভারতীয়কে উহান থেকে এদেশে ফিরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে সাতজন ছিলেন মালদ্বীপের বাসিন্দা।
Tag: world
No comments: