তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কলোরাডো
তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কলোরাডো। ভারী তুষারপাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারী তুষারপাতে কলোরাডোর বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তুষারধসের আশঙ্কায় ঘর বাড়ি থেকে প্রয়োজন না হলে বের হচ্ছেন না কেউ।
রাস্তায় অনেক গাড়ি আটকা পড়েছে, অনেক রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ঝড়ে এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে, তীব্র বন্যায় ভাসছে ওয়েস্ট ভার্জিনিয়া। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। আবহাওয়া বিভাগ ম্যাকডোয়েল অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Tag: world
No comments: