পরিবেশ অধিদপ্তরের দুর্নীতির কারণে বায়ু দূষণ এতোটা ভয়াবহ: হাইকোর্ট
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্নীতির কারণে বায়ু দূষণ এতোটা ভয়াবহ হয়েছে বলে জানিয়েছে উচ্চ আদালত।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানী ঢাকার বায়ুমান ও জনবল বিষয়ে ব্যাখ্যা দিতে পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক রফিক আহমেদ আদালতে গেলে একথা জানায় আদালত।
এসময় বায়ু দূষণে জনস্বাস্থ্যর কত শত কোটি টাকার ক্ষাতি হয়েছে তা কিভাবে মাপা হবে তাও জানতে চায় হাইকোর্ট। সেই সাথে হাইকোর্ট জানতে চায়, অবৈধ্য ইটভাটা কিভাবে চলে।
এর আগে গত ১৩ জানুয়ারি, বিচারপতি এফআর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে হাজির হতে নির্দেশ দেয়।
Tag: others
No comments: