Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » CAA বিরোধী বনধে রক্তাক্ত মুর্শিদাবাদে জলঙ্গী, গুলিতে নিহত দুই




BREAKING: CAA বিরোধী বনধে রক্তাক্ত জলঙ্গী, গুলিতে নিহত দুই B বহরমপুরঃ

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ডাকা বনধে গুলি চলল৷ নিহত দু জন৷ ঘটনার জেরে প্রবল উত্তপ্ত জলঙ্গী৷ নিহত দুজন নবজাগরণ নামে একটি সংগঠনের সদস্য বলে দাবি করা হয়েছে৷ ঘটনাস্থল জলঙ্গীর সাহেবনগর৷ এখানে সিএএ ও এনআরসি বাতিলের দাবিতে বনধ চলছিল৷ বনধ রুখতে গুলি চালানো হয়৷ অভিযোগ, তৃণমূল কংগ্রেস এই হামলা করে৷ তবে তারা অস্বীকার করেছে৷ এলাকাবাসীদের দাবি, নিহত দুজনের নাম সানারুল বিশ্বাস এবং সালাউদ্দি শেখ৷ এছাড়াও আরও একজন গুলিবিদ্ধ বলে দাবি করা হয়েছে৷ অভিযোগ, বনধ চলাকালীন স্থানীয় কিছু দুষ্কৃতি এই হামলা চালায়৷ বনধ সমর্থনকারীদের দাবি, হামলাকারীরা তৃণমূল কংগ্রেস আশ্রিত৷ তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলার নেতৃত্ব৷ দুই ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তপ্ত জলঙ্গীর সাহেবনগর৷ বহরমপুরের সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী গোটা ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন৷ অধীর বাবু জানান, সিএএ ও এনআরসি বিরোধিতায় দেশ জুড়ে আন্দোলন চলছে৷ এই রাজ্যের সরকার আইনটির বিরোধিতা করলেও কার্যে সেটা করছে না৷ কেন সিএএ বিরোধী বনধে গুলি চলল সে বিষয়েও প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply