ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ অব্যাহত রেখেছে টেবিল টপার লিভারপুলের
। রাতে বিগ ম্যাচে টটেহন্যাম হটসপারকে ১-০ গোলে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো অলরেডরা।
টটেনহ্যামের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমনাত্বক ছিলো লিভারপুল। শুরুর দিকেই রবোর্তো ফিরমিনিয়োর নেতৃত্বে অলরেডদের সংঘবদ্ধ আক্রমণ ঠেকিয়ে দেন স্পার্স ডিফেন্ডার ট্যাংগ্যাংগা। এরপর ভ্যান ডায়েকের হেড একক নৈপূণ্যে রুখে দেন গোলরক্ষক পাওলো গাজানিগা।
তবে ম্যাচের ৩৭ মিনিটে আর ফিরিমিনিয়োকে রুখতে পারেনি মরিনিয়োর টটেনহ্যাম। লিভারপুলের হয়ে জয়সূচক গোলটি করেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের বাকি সময়ও ছিলো লিভারপুলের দাপট। তবে সন হিউন মিন আর জিয়োভানি লো সেলসো সহজ সুযোগ নষ্ট করায় সমতায় ফেরা হয়নি টটেনহ্যামের।
Tag: games
No comments: