Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » কারেন্ট জাল ব্যবহারের দায়ে ৬১ জনের জেল




মৎস্য সম্পদ রক্ষায়, অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা ও ৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সাত কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম ও পোনা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে গত ১৫ দিনে দুই হাজার ২৬৭ টি বেহুন্দি জাল, সাত কোটি ১৬ লাখ মিটার কারেন্ট জাল, অন্যান্য ২ হাজার ৬৭টি অবৈধ জাল এবং ৯ হাজার ৫০২টি মাছ ধরার নৌকা সহ বিভিন্ন সরঞ্জামাদি আটক করা হয়। একইসঙ্গে এসব অভিযানে ১০ লাখ টাকা জরিমানা এবং ৬১ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়। এসময় ১৭ মেট্রিকটন জাটকা এবং ২৩শ’ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আরো জানায়, ১ম ধাপে ০৭ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ০৭ দিন এবং ২য় ধাপে ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ০৮দিনসহ মোট ১৫ দিন উপকূলীয় ১৩টি জেলা ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুরে ৩৮৭টি মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ৫৫৪টি বিশেষ অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply