বরফে পিছলে পাকিস্তানে চলে গেলেন ভারতীয় সেনা!
বরফে পিছলে ভারতীয় সেনার এক হাবিলদার আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানে চলে গেছেন। এ নিয়ে ওই হাবিলদারের পরিবারের চরম দুশ্চিন্তায় দিন কাটছে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ওই হাবিলদারের নাম রাজেন্দ্র নেগি। তিনি জম্মু ও কাশ্মীরের গুলমার্গে কর্তব্যরত ছিলেন।
গত ৮ জানুয়ারি নেগির স্ত্রী রাজেশ্বরীকে ফোন করে জানানো হয়, তার স্বামী নিখোঁজ। পরবর্তীতে জানা যায়, বরফে পিছলে দুর্ঘটনাবশত সীমান্ত পেরিয়ে তিনি পাকিস্তানে চলে গেছেন।
নেগিকে দ্রুত পাকিস্তান থেকে ফেরত আনার জন্য ভারতীয় সরকারের কাছে ইতিমধ্যে আহ্বান জানিয়েছে তার পরিবার।
ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, নেগিকে ফেরত আনতে ইতোমধ্যে সকল ধরনের তৎপরতা শুরু হয়েছে। তবে এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।
উত্তরাখণ্ডের দেরাদুনের অম্বিবালা সৈনিক কলোনীর এক বাসিন্দা জানান, ২০০২ সালে গাড়োয়াল রাইফেল রেজিমেন্টে যোগ দেন নেগি। একমাস দেরাদুনে ছুটি কাটানোর পর অক্টোবরে তিনি কাজে যোগ দেন। নভেম্বরেই তাকে গুলমার্গে পাঠানো হয়।
এদিকে কাশ্মীর ইস্যু ও বালাকোটে হামলা নিয়ে ভারত পাকিস্তানের সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
Tag: world
No comments: