আমেরিকার মুখে চড় মেরেছি: খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার মাধ্যমে তারা আমেরিকার ‘মুখে চপেটাঘাত’ করেছেন। খামেনি বলেন, গতরাতে আমরা তাদের মুখে চড় মেরেছি। মঙ্গলবার রাতে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে একের পর এক মিসাইল ছুঁড়েছে ইরান।
১৯৭৮ সালের কোম বিক্ষোভের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি এ কথা বলেন। এ সময় সমবেত জনতা ‘আমেরিকার ধ্বংস চাই বলে স্লোগান’ দেয়। কোম বিক্ষোভের ধারাবাহিকতায় ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংগঠিত হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, যখন সংঘাতের প্রসঙ্গ আসে তখন এ ধরনের সামরিক হামলা যথেষ্ট নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমেরিকার উপস্থিতির দিন শেষ করে দেয়া।
ইরানকে শান্তিকামী দেশ হিসেবে আখ্যা দিয়ে খামেনি বলেন, কেউ যদি তাদের ক্ষতি করতে চায় তাহলে সেটির বিরুদ্ধে জবাব দেয়ার ক্ষমতা রয়েছে তেহরানের।
জেনারেল সোলাইমানির নিহত হবার ঘটনা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরানের বিপ্লব কতটা জীবন্ত। মঙ্গলবারের হামলাকে ‘সফল’ হিসেবেও দাবি করেন খামেনি।
Tag: world
No comments: