যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় অস্থির বিশ্ববাজার
ইরাকে দু’টি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালেস্টিক মিসাইল হামলার প্রভাবে এশিয়া, ইউরোপ, আমেরিকাসহ সমগ্র বিশ্বের তেলসহ শেয়ার বাজার এবং সঞ্চয়ী মূলধনের উর্ধ্বগতি দেখা দিয়েছে।
ইরানের এই হামলার ঘটনা সংবাদমাধ্যমে আসার পরই মধ্য এশিয়ার তেলের বাজার অস্থির হয়ে ওঠে। ১.৪ মূল্যবৃদ্ধিতে এখন প্রতি ব্যারেল অপরিশধিত ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৭৯.২১ মার্কিন ডলার অর্থ্যাৎ ৫৮৭৪ টাকা ৫৮ পয়সা দরে।
ইরানি হামলার প্রভাব ছুঁয়ে গেছে নিরাপদ সঞ্চয় হিসেবে পরিচিত সোনা এবং জাপানি মুদ্রা ইয়েন-কেও। একই সঙ্গে বিশ্ব জুড়ে শেয়ারবাজার গুলোতে হয়েছে দরপতন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জাপানের বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ স্টক সূচকে ১.৩ শতাংশ কমেছে। এছাড়া হংকংয়ের হ্যাং সেনাংয়ের দরপতন হয়েছে ০.৮ শতাংশ।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ইরানের পক্ষ থেকে এ হামলা চালানো হয় মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের কুদস্ ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি’র জানাজা অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা ব্যবধানে।
ইরান দাবি করছে তাদের এ হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। হামলার পরই থেকেই বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়।
Tag: world
No comments: