Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ক্ষমা চাইলো মার্কিন জাতীয় আর্কাইভ




২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবাদে ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে হওয়া ‘উইমেন’স মার্চ’ বা নারীদের মিছিলের ছবিতে পরিবর্তন আনার কারণে ক্ষমা চেয়েছে দেশটির জাতীয় আর্কাইভ। ‘দেশের রেকর্ড সংরক্ষণকারী’ হিসেবে নিজেকে পরিচয় দানকারী সংস্থাটি বলেছে, তারা ‘ভুল করে’ কাজটি করেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের মাধ্যমে প্রথম এই ছবি এডিট বা পরিবর্তনের বিষয়টি প্রকাশ পায়। ছবিগুলোতে ট্রাম্পের সমালোচনা করে বা ট্রাম্পকে গালি দিয়ে যত পোস্টার, প্ল্যাকার্ড বা ব্যানার রয়েছে, সবগুলো থেকে হয় ট্রাম্পের নামটি মুছে ফেলা হয়েছে, অথবা নামের অংশটি ব্লার করে দেয়া হয়েছে। ওয়াশিংটন পোস্ট আর্কাইভে রাখা ছবিটি প্রতিবেদনে যোগ করেছে, যেখানে ‘God Hates Trump’ (ঈশ্বর ট্রাম্পকে ঘৃণা করেন) সাইন থেকে সরিয়ে দেয়া হয়েছে ট্রাম্পের নামটা। এমনই আরও বেশ কয়েকটি স্লোগান বা উক্তি থেকে মুছে গেছে প্রেসিডেন্টের নাম। এছাড়াও নারীদেহের কোনো অংশের নাম বা আঁকা ছবি আছে, এমন সব ধরনের সাইন ঝাপসা করে দেয়া হয়েছে ওই ছবিতে। বিজ্ঞাপন বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতি এ বিষয়ে ক্ষমা চাওয়ার পাশাপাশি জাতীয় আর্কাইভ জানিয়েছে, পরিবর্তিত ছবিগুলো ইতোমধ্যে ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। ‘আমরা সবসময়ই আমাদের দেশের সংরক্ষণযোগ্য সব উপাদান কোনো রকমের পরিবর্তন ছাড়া রক্ষায় সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ। এই ছবিটি কোনো রকম আর্কাইভাল রেকর্ড নয়। এটি ছিল প্রচারের উদ্দেশ্যে গ্রাফিক হিসেবে ব্যবহার করার জন্য আমাদের লাইসেন্স করা একটি ছবি। কিন্তু তারপরও ছবিটিতে পরিবর্তন আনাটা আমাদের ভুল হয়েছে।’ যত দ্রুত সম্ভব বিকৃত ছবিটির পরিবর্তে আসল ছবিটি সাইটে বসানো হবে বলেও বিবৃতিতে জানিয়েছে মার্কিন জাতীয় আর্কাইভ কর্তৃপক্ষ। একই সঙ্গে সংস্থাটির প্রদর্শনী নীতিমালা ও প্রক্রিয়া বিস্তারিতভাবে রিভিউ করার আশ্বাস দেয়া হয়েছে যেন ভবিষ্যতে আর এমন কোনো ঘটনা না ঘটে। শনিবার নারীদের চতুর্থ বার্ষিক মিছিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে নারীরা একত্রিত হওয়ার শুরু করার কিছু সময়ের মধ্যেই ক্ষমা চেয়ে এই বিবৃতি প্রকাশ করে জাতীয় আর্কাইভ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply