নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার আহ্বান হানিফের
সরস্বতী পূজার কথা বিবেচনা করে ঢাকা সিটি নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বৃহস্পতিবার (১৬) জানুয়ারি বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। কারো ধর্মীয় অধিকার যেন ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান হানিফ।
তিনি আরও বলেন, কোনো ধর্মের মানুষ মনে আঘাত পাক, ধর্মীয় কাজ করতে তাদের কোনো বাধা হোক সেটা আমরা চাই না। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, নির্বাচনের তারিখটি আপনারা পুনর্বিবেচনা করুন। প্রয়োজনে নির্বাচন এক-দু’দিন এগিয়ে কিংবা পিছিয়ে দিতে পারেন।
No comments: