পাকিস্তানে টি-টুয়েন্টি সিরিজ খেলে নিরাপদে ফিরেছে বাংলাদেশ। সফরকারী দলকে যে নিরাপত্তা দিয়েছে দেশটি, তাতে সন্তুষ্ট বিসিবি। নিরাপত্তা নিয়ে খেলোয়াড়দের দুশ্চিন্তাও কমেছে। কাজেই, এবার টেস্ট খেলতে সেখানে যাবে বাংলাদেশ।
নাজমুল হাসান পাপন আগে জানিয়েছিলেন, টি-টুয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান নিরাপদ মনে হলেই কেবল টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। ছোট ফরম্যাটের সিরিজে দলের সঙ্গে লাহারে ছিলেন বিসিবি সভাপতিও। নিরাপত্তায় আশ্বস্ত হতে পেরে তিনি বলছেন, দুই ম্যাচ সিরিজের একটি টেস্ট খেলতে ৪ ফেব্রুয়ারি পাকিস্তান যাবে টাইগাররা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বুধবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘টি-টুয়েন্টি খেলতে যাওয়ার ব্যাপারটা ছিল নিরাপত্তা কেমন, না গিয়ে আমরা স্বস্তি পাচ্ছিলাম না। যেটা হয়েছে খেলতে গিয়ে দেখে এসেছি নিরাপত্তা ওরা যা দিয়েছে, এরচেয়ে বেশি কিছু দেয়ার নেই, হতে পারে না।’
‘দুর্ঘটনা যেকোনো জায়গায় ঘটতে পারে। খেলোয়াড়দের সাথেও কথা বলেছি, কারও কোনো দুশ্চিন্তা নেই। আর এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আমরা ওয়াকওভার দিয়ে পয়েন্ট হারাতে চাই না। কাজেই টেস্ট খেলতে না যাওয়ার কোনো কারণ নেই।’
পাকিস্তানে টেস্ট খেলতে না যাওয়ার কোনো কারণ নেই’
Tag: games
No comments: