সিরিয়ার স্বাস্থ্য কেন্দ্রে বিমান হামলায় অন্তত ১০ জন নিহত
হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার ইদলিবের বাকেরি এলাকায় একটি মেডিকেল ক্লিনিকে অতর্কিত বিমান হামলার ঘটনা ঘটে।
রুশ সামরিক বাহিনীর সহায়তায় আসাদ বাহিনী এ হামলা চালিয়েছে বলে দাবি পর্যবেক্ষণ সংস্থার। তবে হামলার বিষয়ে কোনো তথ্য জানায়নি সরকারি বাহনী।
তুরস্ক, রাশিয়া ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকরের মধ্যেই অঞ্চলটিতে এ ধরনের হামলা অব্যাহত রয়েছে।
Tag: world
No comments: