পটুয়াখালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ এক যাত্রীর মরদেহ উদ্ধার
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় পানপট্টি লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদী থেকে আইয়ুবের মরদেহ স্থানীয় জেলেরা দেখে পুলিশকে খবর দেয়।
নিহত আইয়ুব পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চরমৈশাদী গ্রামের আবুল মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় গলাচিপার পানপট্রি লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদী থেকে আইয়ুব হাওলাদার নামের ওই যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
গত ৬ জানুয়ারি, রাঙ্গাবালী থেকে স্পিডবোটে করে গলাচিপায় ফিরছিলেন আইয়ুব হাওলাদারসহ কয়েকজন যাত্রী। পানপট্রি এলাকায় এলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ডাবল ডেকারের সাথে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। এসময় সাঁতরে সবাই তীরে উঠলেও নিখোঁজ থাকেন আইয়ুব হাওলাদার
Tag: others
No comments: