Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী




খুলনা টাইগার্সকে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা জিতলো রাজশাহী রয়্যালস। আন্দ্রে রাসেলের কাছে হেরে প্রথমবারের মতো বিপিএল জয়ের স্বপ্ন ভঙ্গ হলো মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের। ফাইনালে ২১ রানে হারলো খুলনা। ১৭১ রানের বিশাল লক্ষ তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বসে খুলনা। এরপর শামসুর রহমান এবং রাইলি রুশো দলকে এগিয়ে নিলেও রুশোর বিদায়ের পর আবারো চাপে পড়ে খুলনা। মুশফিকে ক্রিজে রেখে শামসুর রহমান যখন ফিরে যান তখন দল তখন কঠিন সমীকরণে। তবে আজ আর অতিমানবীয় কিছু করে দেখা পারেননি মুশি। তাকে সেটা করতে দেননি রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। ১৮তম ওভারে মুশফিককে বোল্ড করে শিরোপার রাস্তার অনেকটাই পরিস্কার করে ফেলেন রাসেল। এক ওভার বিরতী দিয়ে শেষ ওভারে আবারো আগুন ঝরা বোলিংয়ে দলের জয় নিশ্চিত করেন রাসেল। এর আগে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী রয়্যালস। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান তোলে তারা। শুরুতে থেকে রানের গতিতে লাগাম দিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন খুলনার বোলাররা। লিটন দাস, আফিফ হোসেনরা সুবিধা করতে পারেননি। শোয়েব মালিকও ফেরেন দ্রুতই। তবে একপাশ আগলে রান তুলে যান ইরফান শুক্কুর। তার ৫২ রানের ইনিংসটি রানের গতি ধরে রাখে। আর শেষ দিকে অধিনায়ক আন্দ্রে রাসেলের সঙ্গে ঝড় তোলেন মোহাম্মদ নওয়াজ। স্কোর: রাজশাহী রয়্যালস ১৭০/৪ (২০) লিটন দাস ২৫ (২৮) আফিফ হোসেন ১০ (৮) ইরফান শুক্কুর ৫২ (৩৫) শোয়েব মালিক ৯ (১৩) আন্দ্রে রাসেল ২৭* (১৬) মোহাম্মদ নওয়াজ ৩৭* (১৯) বোলার মোহাম্মদ আমির ৪-০-৩১-২ রবি ফ্রাইলিঙ্ক ৪-০-৩৩-১ তানভীর ইসলাম ১-০-১১-০ শফিউল ইসলাম ৪-০-৩৮-০ মেহেদী হাসান মিরাজ ৩-০-২৭-০ শহিদুল ইসলাম ৪-০-২৩-১ টার্গেট ১৭১। খুলনা টাইগার্স ১৪৯/৮ (২০) নাজমুল হোসেন শান্ত ০ (২) মেহেদী হাসান মিরাজ ২ (৪) শামসুর রহমান ৫২ (৪৩) রাইলি রুশো ৩৭ (২৬) মুশফিকুর রহিম ২১ (১৫) নাজিবুল্লাহ জাদরান ৪ (৪) রবি ফ্রাইলিঙ্ক ১২ (১৫) শহিদুল ইসলাম ০ (৬) শফিউল ইসলাম ৭* (৪) মোহাম্মদ আমির ১* (১) বোলার মোহাম্মদ ইরফান ৪-১-১৮-২ আবু জায়েদ ২-০-২৪-১ আন্দ্রে রাসেল ৪-০-৩২-২ শোয়েব মালিক ২-০-১৫-০ মোহাম্মদ নওয়াজ ৪-০-২৯-১ কামরুল ইসরাম রাব্বি ৪-০-২৯-২ ফলাফল: রাজশাহী রয়্যালস ২১ রানে জয়ী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply