বিদ্যাবিনোদ মুন্সি শেখ জমির উদ্দিনের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ শেখ জমির উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে বুধবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ছড়াকার রফিকুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী,বিশিষ্ট সাংবাদিক রবিউল আলম অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল।
মুন্সি শেখ জমির উদ্দিনের জীবনী নিয়ে আলোচনা করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান, আইনুল হক প্রমূখ।
মেহেরপুরে বিদ্যাবিনোদ মুন্সি শেখ জমির উদ্দিনের ১৫০ তম জন্মবার্ষিকী পালিত
Tag: Zilla News
No comments: