বিদ্রোহীদের প্রতি কঠোর হওয়ার ঘোষণা আ. লীগের
হুঁশিয়ারির পর অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও এখনো আওয়ামী লীগের অর্ধশত বিদ্রোহী প্রার্থী ঢাকা উত্তর সিটিতে। নিজ নিজ প্রতীক নিয়ে দাপটের সঙ্গে মাঠের প্রচারে অনেকেই। সঙ্গে পাচ্ছেন থানা ও ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীদেরও। তবে কেন্দ্র বলছে, এবার বিদ্রোহীদের প্রতি কঠোর হচ্ছে আওয়ামী লীগ।
হাজার দশেক নেতা-কর্মী নিয়ে এই মিছিল বের করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম বাপ্পি। সিটি নির্বাচনে কাউন্সিলর পদের জন্য আওয়ামী লীগের সমর্থন পাননি তিনি। তাই লড়ছেন বিদ্রোহী হিসেবে।
বাপ্পির দাবি, দল সমর্থিত প্রার্থীর জনপ্রিয়তা নেই। তাই জনগণের প্রত্যাশা পূরণে উত্তর ঢাকার ৬ নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়ছেন তিনি।
দল থেকে হুঁশিয়ারির পর অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও উত্তর সিটিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ৫০ জন এখনও বিদ্রোহী হিসেবে মাঠে। তাদের মধ্যে কাউন্সিলর পদে ৩৫ ওয়ার্ডে ৪০ জন। বাকিরা লড়ছেন সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য।
বিগত নির্বাচনগুলোতে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হলেও পরে খুব একটা কঠোর হতে দেখা যায়নি আওয়ামী লীগকে। তবে, এবার দলের নির্দেশনা না মানলে কঠোর সাংগঠিক ব্যবস্থা নেয়ার কথা জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা।
বিগত নির্বাচনগুলোতে ভোটগ্রহণের দিনসহ বিভিন্ন সময় দল সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। যার প্রভাব পড়ে পুরো নির্বাচনি পরিবেশের ওপর।
Tag: Featured
No comments: