টাঙ্গাইলে অটোরিকশার ধাক্কায় মরিয়ম বেগম (৫৫) নামে এক নারী নিহত
হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে গোপালপুর থানা সংলগ্ন পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম গোপালপুর পৌরসভার তামাকপট্টি এলাকার ইউসুফ আলীর স্ত্রী।
নিহত মরিয়ম বেগমের ভাতিজা নুর আলম জানান, দুপুরের দিকে গোপালপুর থানা সংলগ্ন পোস্ট অফিসের সামনে দাঁড়িয়েছিলেন মরিয়ম বেগম। পরে সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Tag: Zilla News
No comments: