ট্রাম্প কথিত শান্তি চুক্তি তুলে ধরা মাত্রই আগের সব চুক্তি থেকে বেরিয়ে যাব: এরিকাত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বিতর্কিত ও কথিত শান্তি চুক্তি 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র বিস্তারিত তুলে ধরবেন বলে কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সময়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রধানমন্ত্রীর পদপ্রার্থী বেনি গান্তেজকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
আমেরিকার বিতর্কিত শান্তি চুক্তি 'ডিল অব দ্যা সেঞ্চুরি' নিয়ে আরব দেশগুলো বিশেষ করে ফিলিস্তিনের সঙ্গে দখলদার ইসরাইলের মধ্যে তীব্র মতভেদ সৃষ্টি হয়েছে। এ প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনকে ইসরাইলের হাতে তুলে দেয়া হবে। এ ছাড়া, ফিলিস্তিন শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের অধিকার কেড়ে নেয়া হবে। এমনকি তাদের সেনাবাহিনী বা প্রতিরক্ষা শক্তি বলে কিছু থাকবে না বরং শহরের পুলিশের জন্য শুধুমাত্র কিছু হাল্কা অস্ত্র রাখার অধিকার থাকবে।
ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আমেরিকার কথিত শান্তি চুক্তি 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র বিরোধিতা করে বলেছে এর বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু ফিলিস্তিনিরা মার্কিন এ ষড়যন্ত্রমূলক পরিকল্পনা মোকাবেলায় কি ধরণের পদক্ষেপ নেবে সেটাই এখন প্রশ্ন।
ধারণা করা হচ্ছে, প্রতিরোধই হবে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থা বা কৌশল। ২০১৮ সালের মার্চ থেকে ফিলিস্তিনিরা স্বদেশ প্রত্যাবর্তনের জন্য 'মার্চ অব রিটার্ন' আন্দোলন করে আসছে। এটা দেখিয়ে দিয়েছে তারা শুধু যে এ প্রস্তাবের বিরোধী তাই নয় একই সঙ্গে এটিকে প্রতিহত করতেও তারা প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে গত তিন বছরে প্রমাণ করেছেন, আন্তর্জাতিক সমাজকে উপেক্ষা করে তিনি কেবল নিজের স্বেচ্ছাচারী নীতি বাস্তবায়ন করছেন। কিন্তু তার ওই প্রস্তাবের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ আন্দোলন থেকে বোঝা যায় তিনি বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন যার পরিণতি ইসরাইলের জন্য মোটেও শুভকর হবে না। সুইস দৈনিকের এক প্রতিবেদনে মার্কিন প্রস্তাবকে ফিলিস্তিনিদের জন্য ক্যাপিচুলেশন আইন হিসেবে অভিহিত করে লেখা হয়েছ, এতে করে পশ্চিম এশিয়ায় শান্তির পরিবর্তে সংঘাতের পরিবেশ সৃষ্টি হবে।
ট্রাম্পের কথিত শান্তি চুক্তি 'ডিল অব দ্যা সেঞ্চুরি' মোকাবেলায় ফিলিস্তিনিদের আরেকটি কৌশল হচ্ছে অতীতের সব শান্তি চুক্তি থেকে বেরিয়ে যাওয়া। এর আগে ১৯৯৩ ও ৯৫ সালে সম্পাদিত অস্লো শান্তি চুক্তির কথা উল্লেখ করা যায়। ফিলিস্তিনিদের প্রধান আলোচক সায়েব এরিকাত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত শান্তি চুক্তি 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র বিস্তারিত ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের অশ্লো শান্তি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার অধিকার রয়েছে। তিনি বলেন, ট্রাম্প যখনই 'ডিল অব দ্যা সেঞ্চুরি' তুলে ধরবেন তখনই অতীতের চুক্তি থেকে বেরিয়ে যাবে ফিলিস্তিনিরা।
Tag: world
No comments: