ক্যান্সারে আক্রান্ত দেশ বরেণ্য সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য রোববার দুপুরে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে। শনিবার তার ১৮-তম কেমোথেরাপি শুরু করেছেন চিকিৎসক।
পাঁচ মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়ে যাচ্ছেন এন্ড্রু কিশোর। এরই মধ্যে ১৭টি কেমোথেরাপি দেওয়া হয়েছে তাকে। শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত এক মাস কেমোথেরাপি বন্ধ ছিল। এ বিরতি শেষে শুরু হলো তার নতুন থেরাপি। এন্ড্রু কিশোরকে ছয়টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দেয়ার পরিকল্পনা চিকিৎসকদের।
সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কেমোথেরাপি কোর্স শেষ হবে। প্রসঙ্গত, অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর।
এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর
Tag: Entertainment
No comments: