Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সিএএ অসাংবিধানিক, সুপ্রিম কোর্টের উচিত এই আইন বাতিল করে দেওয়া’‌, মুখ খুললেন অমর্ত্য সেন




ফের কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন, এই আইন সংবিধান বিরোধী। তাঁর মতে, সুপ্রিম কোর্টের উচিত ওই আইন বাতিল করে দেওয়া। সেই সঙ্গে, সাধারণ মানুষের সমস্যা নিয়ে সরকারকে ভাবনাচিন্তা করার কথাও বলেছেন। মঙ্গলবার বেঙ্গালুরুতে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অমর্ত্য সেন। সেখানে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মুখ খুলে অমর্ত্য সেন বলেন, ‘‌এই আইন সাংবিধানিক বিধি ভঙ্গ করছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিষয়টি আলোচিত হয়েছিল। ভেদাভেদ করার জন্য ধর্মকে ব্যবহার করা কখনই গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টের উচিত এই আইন বাতিল করে দেওয়া। নাগরিকত্বের সঙ্গে জড়িয়ে যেসব মৌলিক অধিকার জড়িয়ে রয়েছে, তার সঙ্গে কখনই ধর্মকে টেনে আনা যায় না।’‌ নাগরিকত্বের বিষয়টিকে ধর্ম থেকে আলাদা করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি সেই সঙ্গে মানুষের দুর্দশাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার পরামর্শও দিয়েছেন। অমর্ত্য সেনের আগেই মুখ খুলেছেন আরেক বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জিও। তিনিও এই আইনকে সংবিধান–বিরোধী বলে মন্তব্য করেছিলেন।‌‌






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply