রংপুরকে বিদায় করে প্লে-অফে ঢাকা
শেন ওয়াটসনকে আসরের মাঝপথে উড়িয়ে এনেও ভাগ্য বদলাতে পারল না রংপুর রেঞ্জার্স। ১১ ম্যাচে ৪ জয়ে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে জায়গা পাকা করে নিলো রংপুর রেঞ্জার্স। এদিকে দশ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে উঠে এলো ঢাকা প্লাটুন।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে রংপুরকে মাত্র ১৪৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় ঢাকা প্লাটুন। তামিম ইকবালের ৩৮ বলে ৪০ রানের মন্থর ইনিংসসের পর শাদাব খানের ১৯ বলে অপরাজিত ৩১ রানে ভর করে ৯ উইকেটে ১৪৫ রান তোলে মাশরাফীরা।
রংপুরের হয়ে সমান ৩টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এছাড়া ২ উইকেট নেন মোহাম্মদ নাবী ও ১টি উইকেট নেন লুইস গ্রেগরি।
জবাবে ব্যাট করতে নেমে ঢাকার বোলিং তোপে মাত্র ৮৪ রানে অল-আউট হয়ে যায় রংপুর রেঞ্জার্স।
নিজেদের টিকে থাকার লড়াইয়ের দিনে শেন ওয়াটসন ফেরেন শূন্য রানে। আরেক ওপেনার নাঈম শেখ করেন মাত্র ৪ রান। দুই ওপেনারকেই ফেরান মেহেদী হাসান।
দুই নম্বরে ব্যাট করতে আসা ক্যামেরন ডেলপোর্টকে ২০ রানের মাথায় ফেরান ফাহিম আশরাফ। লুইস গ্রেগরিকে ৫ রানে ফেরান মাশরাফী বিন মোর্ত্তজা।
রংপুরের হয়ে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন আল-আমীন। বাকিদের ব্যাটিং ব্যর্থতায় ১৫ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ৬১ রানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে রংপুর।
Tag: games
No comments: