আবুধাবি’র উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের পথে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে বিমান বাংলাদেশের একটি ভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান। সোমবার আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহ’ এবং ‘জায়েদ সাসটেইনাবিলিটি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে ‘দূত সম্মেলনে’।
এছাড়াও প্রধানমন্ত্রী বৈঠক করবেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি ও প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গে।
No comments: