নরসিংদীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী বইমেলা
নরসিংদীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ১১৯তম ভ্রাম্যমাণ বই মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার উপ-পরিচালক ড. এ টি এম মাহবুব উল করীম। ভ্রাম্যমাণ এ বইমেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী জেলা কো-অর্ডিনেটর মো. আনিসুর রহমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, নরসিংদীর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য কান্ত দাস, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শাহরুখ খান, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলী হোসেন শিশির, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ফেইসবুক থেকে বইমুখী করতে হলে বেশি বেশি বইমেলার প্রয়োজন।
Tag: Zilla News
No comments: