পাটকল শ্রমিকদের নতুন মজুরি কমিশন স্লিপ দেয়া শুরু
পাটকল শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলনের পর নতুন মজুরি কমিশন স্লিপ দেয়া শুরু হয়েছে।
খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে নতুন মজুরি স্লিপ দেয়া হয়। এতে হাসি ফুটেছে শ্রমিকদের মুখে। তবে নিয়মিত মজুরি প্রদান করা হবে কিনা; তা নিয়েও শঙ্কা রয়েছে তাদের। নরসিংদীতে ইউএমসি জুট মিলে স্লিপ বিতরণ করেছে কর্তৃপক্ষ।
নতুন মজুরি কমিশন, বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে আমরণ অনশনসহ বিভ্ন্নি কর্মসূচি পালন করেন পাটকল শ্রমিকরা। দীর্ঘ দিনের আন্দোলনের ফল পেয়ে খুশি শ্রমিক ও তাদের পরিবার
No comments: