কলকাতার প্রতিবাদ মঞ্চে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরম
কলকাতার পার্কসার্কাসে সিএএ বিরোধী মঞ্চে উপস্থিত হয়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ভারতের প্রাক্তন কেন্দ্রেীয় অর্থমন্ত্রী এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা পি চিদম্বরম।
শুক্রবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত দশটা নাগাদ তিনি কলকাতা পৌঁছান। সেখান থেকে তিনি সোজা চলে যান পার্ক সার্কাসের সিএএ ও এনআরসি বিরোধী স্থানীয় মুসলিম মহিলাদের প্রতিবাদ মঞ্চে।
সেখানে তিনি প্রায় আধাঘণ্টা অবস্থান করেন। এসময় প্রতিবাদে সামিল মুসলিম মহিলা ও পুরুষ এই আইনের বিরুদ্ধে প্রতিবাদের কথা জানান। বলেন, বিজেপি দেশের হিন্দু-মুসলমানের মধ্যে বিরোধ তৈরির জন্য এই আইন করেছে। কোনও ভাবেই সিএএ এবং এনআরসি বাস্তবায়ন করতে দেয়া হবে না। এবং এই সংক্রান্ত কোনও নথি চাইতে এলে কেউ কোনও রকম নথিপত্র দেখাবেন না।
গত কয়েক দিন ধরে পার্কসার্কাস এলাকায় স্থানীয় মুসলিম মহিলারা সিএএ বিরোধী একটি গণঅবস্থান মঞ্চ তৈরি করেন।
এদিকে একইভাবে সন্ধ্যায় কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে কলকাতার নাট্যকর্মীদের একটি অংশ প্রতিবাদী গান গেয়ে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানান। এর আগে দক্ষিণ কলকাতার রাসবিহারী এলাকা থেকে কলকাতার নাট্যকর্মীদের এক অংশ একটি প্রতিবাদ মিছিলেও পা মেলান।
Tag: world
No comments: