অমর একুশে বইমেলা ২ ফেব্রুয়ারি থেকে শুরু
বিগত বছরের রীতি ভেঙ্গে এবার অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী রবিবার ২ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন দুপুরে উদ্বোধন করবেন প্রাণের এই মেলা।
মেলা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সোহরাওয়ার্দী উদ্যানসহ বাংলা একাডেমী প্রাঙ্গন জুড়ে। এবারে মেলায় ৩০টি প্যাভিলিয়নসহ ৫৮৫টি স্টল থাকছে। এসব স্টল নির্মাণ প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। এবারের অমর একুশে গ্রস্থ মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করা হয়েছে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর এই আয়োজনে প্রতিবারের ন্যায় প্রথম দিন থেকেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান দুই প্রাঙ্গনেই বই প্রকাশের উৎসব হবে। মেলা নির্বিঘ্ন করতে আইনরক্ষাকারী বাহিনীগুলো নিরাপত্তা জোরদারে কাজ করছে।
Tag: Featured
No comments: