মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে মেহেরপুর জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিরীন নাহারের সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর, পিপি পল্লব ভট্টাচার্য, মুজিবনগর থানার ওসি আবুল হাসেম,সদর থানার ওসি তদন্ত আমিরুল ইসলাম, সিআইডির ইন্সপেক্টর মেহেদী হাসান, কোর্ট ইনস্পেক্টর মোহাম্মদ আলী, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, জেল সুপার এস এম কামরুল হুদা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহিম শাহীন, বর্তমান সভাপতি মারুফ আহমেদ বিজন, অ্যাডভোকেট শফিকুল আলম, এডভোকেট মিয়াজান আলী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রমূখ।
মেহেরপুর জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
Tag: Zilla News
No comments: