ইসি চাইলেই নির্বাচনের তারিখ পরিবর্তন করতে পারে: ঢাবি উপাচার্য
সরস্বতী পূজার দিন সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে অনশরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
শুক্রবার বিকেল সাড়ে চারটায় ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান রাজু ভাস্কর্যে এসে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন।
৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি নির্বাচনের বিরুদ্ধে ধর্মবর্ণ নির্বিশেষে শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক এই আন্দোলনের প্রশংসা করেন উপাচার্য।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় সাংবাদিকদের উপাচার্য বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা করতে ইসির কাছে আহ্বান জানাচ্ছি।
উপাচার্য বলেন, এটি কোন অলৌকিক তারিখ নয় যে সরস্বতী পূজার দিনেই নির্বাচন দিতে হবে। ইসি চাইলেই নির্বাচনের তারিখ পরিবর্তন করতে পারে।
এর আগে সরস্বতী পূজার দিন সিটি নির্বাচন অনুষ্ঠান চেষ্টার প্রতিবাদে টিএসসি রাজু ভাস্কর্যে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ইতোমধ্যেই জগন্নাথ হলের ভিপি উৎপল দাস ও জিএস কাজল বিশ্বাস অসুস্থ হয়ে পরেছেন। এছাড়া আরও দুই ছাত্র অপূর্ব রায় ও অর্ক সাহাকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। কোন দুর্ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে। তাদের দাবি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি মহল বিশেষ ষড়যন্ত্র করছে।
No comments: