আগুন নেভাতে ২৫ কোটি টাকা দিচ্ছেন লিওনার্দো
কয়েক মাস ধরে চলা দাবানলে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এখন পর্যন্ত প্রায় ২৫ জনের প্রাণহানি হয়েছে। ২ হাজারেরও বেশি ঘর পুড়েছে। প্রায় ১০০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে।
এমন অবস্থায় হেলিকপ্টার থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ৩ হাজার সেনা। ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য তহবিল সংগ্রহের অনুরোধ জানিয়ে হলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর্থিক সহায়তা করেছেন নিকোল কিডম্যান, হিউ জ্যাকম্যান, পিঙ্কসহ আরও অনেক তারকা।
সাহায্যের হাত বাড়ানোর কথা জানিয়েছেন মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিবেশবাদী লিওনার্দো ডিক্যাপ্রিও। তিনি ৩ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৮০ লাখ টাকা। এর আগে পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট অ্যামাজন বাঁচাতে তিনি ৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন।
পরিবেশ রক্ষার জন্য আর্থ অ্যালায়েন্স নামে একটি সংগঠন গড়ে তোলেন বিখ্যাত টাইটানিক সিনেমার নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও। এ সংগঠন থেকেই অ্যামাজনের মূল্যবান সম্পদ ও প্রাণী রক্ষায় ওই সাহায্য করেছিলেন তিনি।
Tag: world
No comments: