যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন সংক্রান্ত সব অভিযোগ ‘অবৈধ’ বলে প্রত্যাখ্যান করে তার লিগ্যাল টিম বলেছে, বিষয়টি গণতন্ত্রের ওপর এক ‘বিপজ্জনক আঘাত’।
শনিবার অভিশংসন বিষয়ে দেয়া প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ দাবি করে আইনজীবীদের দলটি।
প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, অভিশংসন সংশ্লিষ্ট সব প্রতিবেদন ও নথিপত্রই ট্রাম্পের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনতে ব্যর্থ হয়েছে। এগুলো ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার ‘নির্লজ্জ’ চেষ্টা ছাড়া কিছুই নয়।
বিবিসি জানায়, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসন প্রস্তাব পাস হয়ে বিচার প্রক্রিয়া উচ্চকক্ষ সিনেটে ওঠার পর বৃহস্পতিবার ডেমোক্র্যাটরা প্রক্রিয়ার সারসংক্ষেপ সিনেটে জমা দেন। সেখানে তদন্ত কমিটির প্রধান অ্যাডাম শিফ ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো উচ্চস্বরে পড়ে শুনিয়ে বিচার প্রক্রিয়া শুরু করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আগামী সপ্তাহে মামলাটির প্রারম্ভিক বিবৃতি শুরু হবে।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করতে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে চাপ দিয়েছিলেন।
জো বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।
এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন প্রেসিডেন্টের সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর আগে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও পদ ছাড়তে হয়নি কোনও প্রেসিডেন্টকেই। ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অভিশংসনের অভিযোগ ‘অবৈধ ও নির্লজ্জ’: ট্রাম্পের লিগ্যাল টিম
Tag: world
No comments: