ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না: ট্রাম্প
trump
ইরানকে পারমানবিক অস্ত্রের অধিকারী হতে না দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, আমি যতদিন আমেরিকার প্রেসিডেন্ট থাকব ততদিন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।
তিনি বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা বাদ দেয় এবং সন্ত্রাসের পথ ত্যাগ করে তাহলে শান্তি স্থাপনেও আমরা প্রস্তুত। যদি তারা শান্তির পথ বেছে না নেয় তাহলে দেশটির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বুধবার ভোরে ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো সৈন্য মারা যায়নি, ক্ষয়ক্ষতি হয়েছে খুবই সামান্য।
No comments: