বগুড়ায় প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্য গ্রেপ্তার
বগুড়ায় আসন্ন এসএসসি-২০২০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে র্যাব-১২ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তারা হলেন, বগুড়া সদর উপজেলার মৃত মিজানুর রহমানের ছেলে মো. নিশাত আনাম (১৯) ও একই উপজেলার মো. শাহিনুর ইসলামের ছেলে মো. সৈকত ইসলাম (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে র্যাব-১২ ক্যাম্পের একটি বিশেষ দল বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় সাথী হোটেলের সামনে অভিযান পরিচালন করেন। এ সময় সেখান থেকে আসন্ন এসএসসি-২০২০ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা চারটি মোবাইল এবং প্রশ্নপত্রের বেশ কিছু স্ক্রিনশট জব্দ করে র্যাব।
এ বিষয়ে র্যাব-১২ এর বিশেষ কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মো. রওশন আলী বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেইসবুক গ্রুপের মাধ্যমে তাদের সক্রিয় সদস্য রয়েছে। ইতোমধ্যে তারা বিভিন্ন গ্রুপ তৈরি করে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে প্রতারণামূলকভাবে বিভিন্ন জন থেকে টাকাও নিয়েছেন। এজন্য তারা ভুয়া প্রশ্নপত্র তৈরি করে সরবরাহ করার পরিকল্পনা করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
No comments: