স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেমির প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস'রা। এদিকে ইংলিশ লিগ কাপের সেমিতে অ্যাস্টন ভিলার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে লেস্টার সিটি। আর ফ্রেঞ্চ লিগ কাপে, ইকার্দির হ্যাটট্রিকে সেইন্ট এতিয়েনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি কম্পেক্সে নতুনের সাক্ষী হতে হাজির প্রায় ৪২ হাজার সমর্থক। নতুন মোড়কে স্প্যানিশ সুপার কাপের ম্যাচ যে হচ্ছে মরুর বুকে। যেখানে সেমির প্রথম লড়াই উড়লো গ্যালাক্টিকোদের ঝান্ডা।
রিয়ালের উৎসের শুরুটা ১৫ মিনিটে টনি ক্রসের গোলে। কর্নার থেকে তার বুলেট গতির বাকানো শট, ভ্যালেন্সিয়া গোলরক্ষক জাউমে ডমিনিকের হাতের ছোঁয়া পেলে তা ফেরাতে যথেষ্ঠ ছিলো না।
প্রথমার্ধেই ব্যাবধান ২-০ করেন ইস্কো। ডি বক্সের মধ্যে মদ্রিচের শট ফেরত এলেও ফিরতি শটে বল জালে জড়ান এই জার্মান।
এরপর ৬২ শতাংশ বলের দখল আর আক্রমণের ঝড় তুললেও কিছুতেই যেন ব্যবধান বাড়াতে পারছিলো জিদান শিষ্যরা। অবশেষে মদ্রিচ করেন ম্যাচের তৃতীয় গোল। যোগ করা সময়ে ভ্যালেন্সিয়ার পক্ষে ১ গোল শোধ দেন পিজারো। রিয়াল পায় ৩-১ ব্যবধানের দাপুটে জয়। শনিবার হবে ফাইনাল।
দাপুটে জয়েরর প্রত্যাশা ছিলো ইংলিশ লিগ কাপের দ্বিতীয় সেমিতে অ্যাস্টন ভিলার বিপক্ষে লেস্টারেরও। তবে ১৫ মিনিটেই কিং পাওয়ার স্তব্ধ হয়ে যায় ফ্রেডরিখ গুইলবার্টের গোলে।
৬৯ মিনিটে পেরেজের বদলি নেমে মিনিট পাঁচেকের মধ্যে ফক্সদের মান রক্ষা করেন কেলেচি ইহেনোচা। ২৮ জানুয়ারি ভিলা পার্কে হবে দ্বিতীয় লেগ।
এদিকে ফরাসি লিগ কাপের এ রাতটা ছিলো পার্সিয়ানদের আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দির। পুঁচকে সেইন্ট এতিয়েনের বিপক্ষে তার নৈপন্যু শুরু দুই মিনিটেই।
ফরোয়ার্ড নয় বরং এই ম্যাচে নেইমার খেলেন প্লেমেকার হিসেবে। ৩৯ মিনিটে গোলেরও দেখা পান তিনি। প্রথমার্ধের শেষ মূহুর্তে মৌলিয়ান করেন আত্মঘাতি গোল।
দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূর্ণ করতে ইকার্দি সময় নেন ১২ মিনিট। ৬৭ মিনিটে এম্বাপ্পে করেন ষষ্ঠ গোল। ৭১ মিনিটে এতিয়েনের পক্ষে সান্তনা সূচক একমাত্র গোলটি করেন ইউহান কাবায়ে।
Tag: games
No comments: