জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে মজনু
পুলিশের তদন্ত শাখা ডিবি’র কাছে ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত আসামি মজনু।
আজ সোমবার যমুনা নিউজকে এ তথ্য দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর)-এর প্রধান মশিউর রহমান।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষক মজনুর কাছে থেকে পাওয়া তথ্য ও বিভিন্ন আলামত পর্যালোচনা করে বুঝা যায় মজনু একাই ভিকটিমকে ধর্ষণ করেছে। একইসাথে মজনুর দেয়া তথ্যের সাথে ভিকটিমের কাছ থেকে পাওয়া তথ্য হুবহু মিলে গেছে বলেও জানান তিনি।
এসময় অভিযুক্ত আসামি মজনু অতি দ্রুতই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে বলেও জানান তিনি।
No comments: