ইরানে বিক্ষোভে খামেনির পদত্যাগ দাবি
১৭৬ আরোহীসহ ইউক্রেনের যাত্রীবাহী বিমান সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হওয়ার কথা স্বীকারের পর ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা নজিরবিহীনভাবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করছেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আমির কবির বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা ‘সর্বাধিনায়কের পদত্যাগ, পদত্যাগ’ স্লোগান দেন।
বিক্ষোভকারীরা প্রশ্ন তুলেছেন, চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যাত্রীবাহী বিমানটিকে কেনো উড্ডয়নের অনুমতি দেয়া হলো।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিমানটি ভূপাতিত করার কথা স্বীকার করার পর শনিবার তেহরানের শরীফ ও আমির কবির নামে দুটি বিশ্ববিদ্যালয়ের বাইরে নিহতদের প্রতি সমবেদনা জানাতে জড়ো হন শিক্ষার্থীরা; এক পর্যায়ে যা বিক্ষোভে রূপ নেয়।
ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির একটি খবরে বলা হয়েছে, এক হাজারের বেশি মানুষ দেশটির নেতাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং কাসেম সোলাইমানির ছবি ছিঁড়েছে।
শিক্ষার্থীরা বিমানটি ভূপাতিত করার জন্য দায়ী ব্যক্তিদের এবং যারা এ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছেন।
গত বুধবার (৮ জানুয়ারি) তেহরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বোয়িং ৭৩৭-৮০০ (ফ্লাইট- পিএস৭৫২) বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান। তাদের মধ্যে ৮৮ ইরানি, ৬৩ কানাডিয়ান, ৯ ইউক্রেনীয়, ৪ আফগান, ৪ ব্রিটিশ ও ৩ জার্মান নাগরিক ছিলেন। এ ঘটনায় অভিযোগের আঙুল ইরানের দিকে উঠলেও তারা তা অস্বীকার করে আসছিল। অবশেষে ঘটনার তিনদিন পর শনিবার কর্তৃপক্ষ স্বীকার করে, ‘অনিচ্ছাকৃত’ ভুলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে ইউক্রেনের বিমান।
No comments: