করোনা ভাইরাস: চীনের বন্ধ হচ্ছে দুই হাজার ‘স্টারবাক’ কফিশপ
চীনে করোনা ভাইরাসের প্রভাবে জনপ্রিয় কফি শপ ‘স্টারবাক’ তাদের অন্তত দুই হাজার আউটলেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কফি শপের কর্তৃপক্ষ জানিয়েছে নিজেদের কর্মীদের সুরক্ষা ও সরকারের দিক নির্দেশনার প্রতি সম্মান রেখে এ সিদ্ধান্ত নেয়া।
চীনে করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার। এ পর্যন্ত ভাইরাসটি ছড়িয়ে পড়েছে অন্তত ১৬টি দেশে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী চিহ্নিত হয়েছে থাইল্যান্ডে। এরপরই দ্বিতীয় সারিতে আছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ান।
আমেরিকার পর স্টারবাকের সবচেয়ে বেশি আউটলেট চীনেই। সেখানে তাদের অন্তত চার হাজার তিন’শটি আউটলেট আছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে দুই হাজার আউটলেট বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্টাররবাকের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জনসন জানিয়েছেন, এমন পরিস্থিতি মোকাবেলা করতে আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি। আমরা আমাদের কর্মীসহ সরকারের নির্দেশনা মানছি।
তিনি বলেন, আমরা গেল বছরের শেষের দিকে সবকটি আউটলেট থেকে ১০ শতাংশ রাজস্ব সরকারকে দিয়েছি। বছরের শুরুতে এমন দুর্যোগ আমাদের ব্যবসায় ক্ষতি হবে। তবে আমরা চীনের সঙ্গে আছি। আমরা জানি এখানে অনেক বড় ব্যবসায়ের মার্কেট।
এদিকে করোনা ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে, বৈশ্বিক অর্থনীতিতেও। দ্বিতীয় দিনের মতো দরপতনের ধারায় এশীয় পুঁজিবাজারগুলো।
Tag: world
No comments: