জয়পুরহাটে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল, টিন ও অর্থ বিতরণ
জয়পুরহাট জেলাকে ভিক্ষুক মুক্ত করতে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুকদের হাতে ঢেউটিন, ছাগল, মুরগী ও নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লবের সভাপতিত্বে পুনর্বাসন সামগ্রী বিতরন করেন অতিরিক্তি জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোনাববর হোসেন, জাকস ফাউন্ডেশনের সহকারি পরিচালক খোরশেদ আলম প্রমুখ।
জেলা প্রশাসন কর্মকর্তারা জানান পর্যায়ক্রমে জেলার প্রায় ২হাজার ভিক্ষুককে পুনর্বাসন করে জেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হবে।
Tag: Zilla News
No comments: