চীনের জীবাণু অস্ত্রের গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনাভাইরাস: ইসরায়েলি বিশেষজ্ঞ
চীনের হুবেই প্রদেশের উহান শহরে দেশটির গোপন জীবাণু অস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত এক গবেষণাগার থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়েছে বলে মনে করছেন ইসরায়েলের জীবাণু যুদ্ধ বিশ্লেষক ড্যানি শোহাম। রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন টাইমস এ কথা জানায়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এশিয়ার পূর্বাঞ্চল বিষয়ক গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়া ২০১৫ সালের একটি উহান টেলিভিশন রিপোর্ট পুনরায় সম্প্রচার করে। এতে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি (ভাইরাস জীবাণু নিয়ে বৈজ্ঞানিক চর্চা) নামের একটি ভাইরাসের গবেষণাগার দেখানো হয়।
এটি চীনে প্রাণঘাতী ভাইরাস নিয়ে কাজ করার একমাত্র ঘোষিত গবেষণাগার। চীনের জীবাণু যুদ্ধ নিয়ে পড়াশোনা করা ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা শোহাম জানান, উহানে অবস্থিত এই ইনস্টিটিউটের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা আছে চীনের বেইজিং ভিত্তিক গোপন জীবাণু অস্ত্র কর্মসূচির।
তিনি এক ইমেইল বার্তায় ওয়াশিংটন টাইমসকে বলেন, এই ইনস্টিটিউটের কিছু গবেষণাগারে সম্ভবত গবেষণার নামে জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা করা হয়। এটি চীনের জীবাণু অস্ত্র কর্মসূচির মূল স্থাপনা নয়। তবে বেসামরিক ও সামরিক গবেষণার অংশ হিসেবে এখানে জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা করা হয়।
Tag: world
No comments: