কেন্দ্রীয় সরকারের ডাকা জরুরি বৈঠকে যাবে না তৃণমূল কংগ্রেস
ভারতে শুক্রবার জাতীয় নাগরিক পঞ্জি- NPR নিয়ে কেন্দ্রীয় সরকারের ডাকা জরুরি বৈঠকে যোগ দেবে না তৃণমূল কংগ্রেস। পারলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ভেঙে দেখাতে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বুধবার, ধর্মতলায় দলীয় ছাত্র সংগঠনের অবস্থান ধর্মঘটে তিনি বলেন, গণতান্ত্রিক উপায়েই কেন্দ্রীয় বা রাজ্য সরকার নির্বাচিত। কিন্তু, নাগরিকত্ব আইন, এনসিআর বা এনপিআর মানতে বাধ্য নয় কোন রাজ্য। মমতা বলেছেন, নতি স্বীকারে বাধ্য করতে চাইলে, যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভেঙে দিতে চায়; তাহলে সেই সৎসাহস দেখাক বিজেপি। ভারতীয় আদমশুমারি নিবন্ধন কমিশন- RGCCI’র ডাকে ১৭ জানুয়ারি নয়াদিল্লিতে বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকারি কর্মকর্তাদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
No comments: