ছুটির দিনে জমজমাট নির্বাচনি প্রচারণা
সিটি নির্বাচন ঘিরে ছুটির দিনে উৎসব আমেজে প্রচারণায় নেমেছেন, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকালে উত্তর সিটি করপোরেশনে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ১৫ নম্বর ওয়ার্ড কালিবাড়ি থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন।
এ সময় তিনি বলেন, রাজধানীতে সেবা সংস্থারগুলোর মধ্যে সমন্বয় করে উন্নয়ন করা হবে উত্তর সিটিতে। নতুন যুক্ত হওয়া ওয়ার্ডেও যেন উন্নয়নের ছোঁয়া লাগে, আগামীতে তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন আতিকুল ইসলাম।
এদিকে উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে দিনের গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো অভিযোগ আমলে নিচ্ছে না।
আর দক্ষিণে আরমানিটোলা থেকে প্রচারণা শুরু করেছেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপস। তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন দনিয়া থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি সব বাধা বিপত্তি উপেক্ষা করে, আগামী ৩০ জানুয়ারি ভোটকেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
Tag: Featured
No comments: