মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন আগামীকাল শনিবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ধানমন্ডির ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন। অপরদিকে বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন ভোট দেবেন শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন ভোট দেবেন লালবাগের আমলিগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আতিকুল ইসলাম উত্তরাস্থ নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন। অপরদিকে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ভোট দেবেন গুলশানের মানারাত ইন্টারন্যশনাল স্কুলে।
এছাড়া ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টার দিকে আই ই এস মডেল স্কুল, উত্তরা ৫ নম্বর সেক্টরে ভোট দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
দুই সিটি করপোরেশনে প্রধান প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মিডিয়া উইং সূত্রে জানা গেছে, প্রার্থীরা সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরপর তারা ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
Tag: others
No comments: