রাখাইনে মাইন বিষ্ফোরণ, ১০ শিশু নিহত
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে মাটির নিচে পেতে রাখা মাইন বিষ্ফোরণে ১০ শিশু নিহত হয়েছে। জায়গাটি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, আরাকান আর্মি বোমাটি পেতে রেখেছিল। তবে এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
স্থানীয়রা জানায়, শিশুরা পাহাড়ে রান্নার কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। এ সময় বোমাটির বিষ্ফোরণ হয়। চার শিশু ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে আরও ৬ শিশু। ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিসহ পাঁচ কিশোর বালক আহত হয়েছে।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। দু'পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ঘরবাড়ি ছেড়েছে, অন্তত এক লাখ মানুষ।
Tag: others
No comments: