দুপচাঁচিয়ায় বিএনপির জয়, আ. লীগ প্রার্থী তৃতীয়
হয়েছেন।
ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ৬’শ ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র বেলাল হোসেন জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬’শ ৪২ ভোট।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক রানা নৌকা প্রতীকে ১ হাজার ২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সোমবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ম. ইকবাল হোসেন ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, নির্বাচনে ভোট পড়েছে ৮১ শতাংশ। ১৬ হাজার ৭৬৩ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৬৬১ জন ভোট দেন।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রথমবারের মতো ইভিএম এ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
No comments: