ভারতের উত্তর প্রদেশে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত
হয়েছে। শুক্রবার রাতে দিল্লি-কানপুর হাইওয়েতে হয় এ দুর্ঘটনা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৫০ জনের মতো যাত্রী নিয়ে কানৌজ থেকে জয়পুর যাচ্ছিলো বাসটি। ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যায় দু’টি যানেই। ট্রাকটিতে বিপদজনক দাহ্য পদার্থ ছিল বলে জানিয়েছে পুলিশ।
বাসের দরজা বন্ধ থাকায় বাস থেকে বের হতে পারেনি যাত্রীরা। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অন্তত ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের মরদেহেরই হদিস মেলেনি; নিশ্চিত করা যায়নি হতাহতদের পরিচয়। নিহতদের পরিবারগুলোকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার রূপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
Tag: world
No comments: