আমেরিকার সঙ্গে চুক্তি সই করতে পারে তালেবান: রিপোর্ট
আফগানিস্তানের তালেবান গোষ্ঠী চলতি জানুয়ারি মাসের মধ্যে মার্কিন সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি সই করার ব্যাপারে রাজি হয়েছে। এজন্য তালেবান মার্কিন সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ রাখার চিন্তা করছে।
এ সম্পর্কে তালেবানের প্রধান মুখপাত্র সোহাইল শাহিনের একটি বিবৃতি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিবৃতিতে তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে শান্তি চুক্তির ব্যাপারে আমেরিকা এবং তালেবানের মধ্যে কাতারের রাজধানী দোহায় আলোচনা হয়েছে। তালেবানের সূত্র থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানানো হয়েছে যে, তাদেরকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা।
তালেবানের আলোচক প্রতিনিধিদল
এ সম্পর্কে শাহীন বলেন, “আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি করার জন্য আমরা মার্কিন সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার ব্যাপারে সম্মত হয়েছি।” তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে একটি শান্তি চুক্তির ব্যাপারে তালেবান আশাবাদী। পাকিস্তানও জানিয়েছে, আফগানিস্তানে সহিংসতা কমাতে সম্মত হয়েছে তালেবান।#
Tag: world
No comments: