প্রচণ্ড তুষারপাতে মৃতের সংখ্যা বাড়ছেই
প্রচণ্ড তুষারপাতে মৃতের সংখ্যা বাড়ছেই
পাকিস্তানে প্রচণ্ড তুষারপাতে গত কয়েকদিনে মৃতে
র সংখ্যা বেড়ে ১০৪-এ দাঁড়িয়েছে। ভয়াবহ তুষারপাতে আহত হয়েছে অন্তত ৯৬ জন।
পাকিস্তান জুড়েই এমন তুষারপাত চলছে তবে জম্মু-কাশ্মীর এবং বেলুচিস্তান সবচেয়ে বেশি দুর্যোগ কবলিত হয়েছে বলে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। সংস্থাটি জানায়, আজাদ জম্মু-কাশ্মীরে হিমবাহ ধসে ৭৭ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছে। অন্যদিকে, বেলুচিস্তানে আহত হয়েছে ২৩ জন। এছাড়া, খাইবার-পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তানে মারা গেছে পাঁচজন।
ভয়াবহ তুষারপাতের কারণে সারাদেশে অন্তত ২৩৬টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে আজাদ জম্মু-কাশ্মীরে ধ্বংস হয়েছে অন্তত ২০০ বাড়ি। খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তানে বিধ্বস্ত হয়েছে ৩১টি ঘরবাড়ি।
তুষার কবলত অসহায় লোকজনকে উদ্ধার করা হচ্ছে
তুষার কবলিত অসহায় মানুষদের মাঝে কম্বল, তাবু, রেশন, প্লাস্টিকের পাটি, সোলার লাইট, রান্নার সামগ্রী, স্লিপিং ব্যাগ, জুতা, কাপড়-চোপড়, শিশুদের চিকিৎসার জন্য প্রাথমিক বক্স এবং পানির বোতল বিতরণ করা হয়েছে।
এছাড়া, দুর্যোগ কবলিত লোকজনের ভেতরে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। পাশাপাশি দুর্যোগে আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য পাক সরকারের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। এর একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ত্রাণ বিতরণ কাজ পর্যবেক্ষণের জন্য আজাদ জম্মু-কাশ্মীর সফর করেন।#
No comments: